জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আলফাফা |
মুসলিমদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এবার নিয়ে এলো মুসলিমবান্ধব ফিচার। পোস্টে লাইকের বদলে আলহামদুলিল্লাহ, হাসির রিয়াক্টের মাশাআল্লাহসহ আরো অনেক ফিচার। যেটির আপডেট প্লে-স্টোরেও পাওয়া যাচ্ছে!
সম্প্রতি তারা আলফাফা কানেক্ট অ্যাপসের পাশাপাশি আলফাফা কমিউনিটি অ্যাপসেও বহুল আকাঙ্ক্ষিত এ ফিচারগুলো যুক্ত করা হয়েছে। অন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনায় মুসলিমদের পরিচালিত এ সোশ্যাল মিডিয়ার রিয়াকশনসে রয়েছে কিছুটা ভিন্নতা।
আলফাফা সোশ্যাল মিডিয়ায় স্যাড রিয়াক্টে টিপ দিলেই ওঠবে ‘ইন্নালিল্লাহ’ ও এংরি রিয়াক্টে ওঠবে ‘আস্তাগফিরুল্লাহ’।
এ বিষয়ে আলফাফা কতৃপক্ষ জানিয়েছে, আলফাফা রিয়াকশনস গুলোতে ইসলামিক ইমোশন দেওয়া হয়েছে, এতে করে ব্যবহারকারীরা রিয়াকশন ব্যবহারের ক্ষেত্রে জিকির ও দোয়া প্রাকটিস করতে পারবে। আমরা চাই মুসলিমরা ইসলামবান্ধব পরিবেশে এ সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে।
আলফাফা কতৃপক্ষ আরও জানায়, তাদের মেইন অ্যাপস আলফাফা কমিউনিটি ও লাইট ভার্সন অ্যাপস আলফাফা কানেক্ট। দুটিতেই সেইম রিয়াকশন ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। যা তাদের দারুন ইউজার এক্সপেরিয়েন্স দিবে।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আলফাফা কমিউনিটি শুরু করে যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক। খুবই স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠছে সাইটটি। বিশ্বের প্রায় ১৮০টিরও বেশি দেশের মুসলিমরা ব্যবহার করছে এ সামজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও তুরস্কে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
একটি বাটনের ক্লিকে বিশ্বজুড়ে মুসলিমদের সঙ্গে সংযোগ করতে পারবেন সহজে। একই সঙ্গে স্যোশাল মিডিয়া, মুসলিম ডিরেক্টরি, ব্লগ, ফোরাম, জবস, টিচ, ই-কমার্সসহ নানান ফিচারে সাজানো হয়েছে সাইটটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে লিখুন Alfafaa Community ও লাইট ভার্সন অ্যাপস ডাউনলোড করতে লিখুন Alfafaa Connect। এছাড়াও অ্যাপল স্টোরেও পাবেন এই Alfafaa Community
জ/১