আব্দুর রহমান ইবনে আবু তাহের
মাঝে মাঝে আমার
একটি নিজেস্ব পৃথিবীর প্রয়োজন অনুভব হয়।
যে পৃথিবীতে
অনৈতিক কোন কাজ সম্পাদন হবেনা।
যে পৃথিবীতে
অসহায় ও দুর্বলের উপর অত্যাচার হবেনা।
যে পৃথিবীতে
মধ্যবিত্তের উপর মূল্য চড়াও হবেনা।
যে পৃথিবীতে নিম্নবিত্তের উপর
আগ্রাসীদের স্টিমরোলার চলবে না।
যে পৃথিবীতে
নারী ও শিশুর উপর অবিচার চলবে না।
যে পৃথিবীতে
নবী এ তাঁর ধর্মের উপর আঘাত চলবে না।
যে পৃথিবীতে লালসায় পাখি উড়বে না।
যে পৃথিবীতে বেকারত্বের বাতাস বইবে না।
যে পৃথিবীতে অনাহারে-অযত্নে থেকে প্রবীণ প্রাণ ঝড়বে না।
আমি এমন একটি পৃথিবীর চাই—
যে পৃথিবী হবে মানবতার পৃথিবী।
যে পৃথিবী হবে স্বপ্নের পৃথিবী।
হা/১
ট্যাগঃ
সাহিত্য