উম্মাহ নিউজ টুয়েন্টিফোর

এইচএসসি রেজাল্টে আবারো দেশসেরা তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

মাদ্রাসা পেইজ থেকে সংগৃহিত

শিক্ষাবর্ষ ২০২২ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে, মাদরাসা বোর্ডে এবারো সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভ পেয়ে সেরার কৃতিত্ব অর্জন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

এ বছর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯,৪২৩ জন, এর মধ্যে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি মাদ্রাসার ১,৩৬৩ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করেছে ।

উক্ত তিনটি মাদ্রাসার শাখাগুলো হলো, প্রথমটি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা), টঙ্গী ক্যাম্পাস এবং দ্বিতীয়টি তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, মাতুয়াইল-ডেমরা ও তৃতীয়টি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা,যাত্রাবাড়ী। মাদ্রাসাগুলোর প্রাপ্ত জিপিএ ফাইভের সংখ্যা মাদরাসা বোর্ডের জিপিএ ফাইভের ১০০ শতাংশের মধ্যে ১৪.৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ১৪৮১ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১১০১ জন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৩৬ জন আর সাধারণ বিভাগে ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৫৬৫ জন। উক্ত ক্যাম্পাসে পাসের হার ৯৯.৮০ শতাংশ।

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকার মাতুয়াইল থেকে এ বছর ১৯৪ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১২৪ জন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে। উক্ত শাখা থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭৫ জন এবং সাধারণ বিভাগে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৪৯ জন। সংশ্লিষ্ট ক্যাম্পাসে পাসের হার ১০০ শতাংশ।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার যাত্রাবাড়ী ক্যাম্পাস থেকে এবার ৪৩০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ ফাইভ পেয়েছে।তার মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন জিপিএ ফাইভ পেয়েছে ও সাধারণ বিভাগে ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭৫ জন। এই ক্যাম্পাসে পাসের হার ৯৯.০৭ শতাংশ।

দেশসেরা এ কৃতিত্ব অর্জনে তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ যাইনুল আবেদীন মহান আল্লাহু পাকের দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে বলেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির নিবিড় তদারকি, শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা, ছাত্র-ছাত্রীদের অধ্যবসায় ও অভিভাবকগণের একান্ত সহযোগিতা সর্বোপরি মহান আল্লাহর মেহেরবানী সাফল্যের ধারাকে অব্যাহত রেখেছে।

জ/১

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর