উম্মাহ নিউজ টুয়েন্টিফোর

ঐতিহাসিক চরমোনাই'র ২০২৩ সালের মাহফিলের সময়সূচি

 

বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী মহাসম্মেলন ঐতিহাসিক চরমোনাই'র ফাল্গুনের মাহফিল ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ঐতিহাসিক চরমোনাই'র ফাল্গুনের এ মাহফিলে লক্ষ লক্ষ পথহারা মানুষ হেদায়াতের রাস্তা পেতে সক্ষম হয়েছে। চরমোনাই মাহফিলের রূহানী আমেজ দিনদিন অভাবনীয় গতিতে বৃদ্ধি পাচ্ছে।

কীর্তনখোলা নদির তীরে বসে মুসলমানদের এই মিলন মেলা। দিকভ্রান্ত পথহারা মানুষ এই ময়দানের বরকতে আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল হওয়ার প্রতিযোগিতা করে।

দুনিয়ার লোভ, শয়তানের প্ররোচণায় রোগাক্রান্ত অন্তর, স্বার্থ ও মোহের ঘুর্ণাবর্তে পড়ে নষ্ট হওয়া জীবনকে রূহানিয়াতের নুরে ধুঁয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিল বেশ কার্যকর। নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনায় পরিণত করতে চরমোনাই মাহফিল কার্যকরী এক রুহানী কারখানা।

মাহফিলের তাকওয়াপূর্ণ পরিবেশ, চমৎকার শৃঙ্খলা, রূহানী বয়ান, মুজাহিদদের ক্ষণেক্ষণে জিকিরের ধ্বণিতে মনে হয় মহান আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা নাযিল করছেন।

ইসলামের পরিপূর্ণ দিকনির্দেশনার আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে সাজাতে চরমোনাই মাহফিল অনন্য।

জ/১

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর