উম্মাহ নিউজ টুয়েন্টিফোর

"প্র্যাকটেসিং মুসলিম" ফেসবুক গ্রুপের এডমিন গোলাম কিবরিয়াকে উদ্ধার করেছে র‍্যাব!


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের "প্র্যাকটেসিং মুসলিম" - গ্রুপের এডমিন গোলাম কিবরিয়া হাসান রবিনকে ৪ দিন পর, মিরপুর র‍্যাব- ০১" উদ্ধার করেছে ভারতের 'র' বাহিনী হাত থেকে এমনটি বলেছেন রবিনের বাবা।

বিষয়টি ২৬/১০/২০২১ ইং রাত ১০ টায় এই তথ্য বেরিয়ে আসে!

এর আগে গত ২৩/১০/২০২১ইং বাদ যোহর দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় ঢাকা ধানমন্ডি শংকর, ২৭নং এর মোড় কনকর্ড ভবন এর সামনে থেকে ৪-৫ জন সিভিল পোশাকের লোক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। যা একটি সিসিটিভি ফুটেজ মাধ্যমে নিশ্চিত করে পু'লিশ। পু'লিশের দাবি এটা কোন বাহিনী হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় মাইক্রো টি সাদা। তবে গাড়ির নম্বরটি পরিষ্কার করতে পারেনি।

রবিন উদ্ধার হওয়ায় পরিবার ও তার নিকটজন সবাই খুশি। আলহামদুলিল্লাহ।

জ/১

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর