উম্মাহ নিউজ টুয়েন্টিফোর

ভবিষ্যতের কোন কথা কিংবা কাজের পূর্বে ‘ইনশাআল্লাহ’ বলা হয় কেনো? - মিজানুর রহমান আজহারী

 


লেখকঃ মিজানুর রহমান আজহারী

ভবিষ্যতের কোন কথা কিংবা কাজের পূর্বে ‘ইনশাআল্লাহ’ বলা— ইসলাম ও মুসলমানদের ধর্মীয় রীতি যা আল্লাহ তা’আলা নিজেই শিখিয়েছেন। কুরআনে আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন:

“তোমাদের কোন ইচ্ছা বাস্তবে রূপ নিবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন, যিনি জগতসমূহের প্রতিপালক।’’ [সূরা আত-তাকভির : ২৯]

মুমিন তার জীবনের প্রতিটি কাজেই আল্লাহকে স্মরণ করবে। সে নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর, নিজের শক্তি-সামর্থ্য ও অন্যান্য উপায়-উপকরণের ওপর নয়। তাইতো মুমিন ভবিষ্যতের কোনো কাজের কথা বলতে গিয়ে ‘ইনশাআল্লাহ’ বলে। ‘ইনশাআল্লাহ’ শব্দের অর্থ- যদি আল্লাহ চান। অর্থাৎ যদি আল্লাহ চান তাহলে আমি অমুক কাজটি করব বা অমুক কাজটি হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক এটিকেট বা আদব।

কুরআনুল কারিমে আল্লাহ তা’আলা নিজেই ইনশাআল্লাহ বলেছেন:

“প্রকৃতপক্ষে আল্লাহ‌ তাঁর রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন- যা ছিল সরাসরি হক্ব। ইনশাআল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে।” [সূরা আল- ফাতহ: ২৭]

পাশাপাশি তাঁর প্রিয় হাবিবকেও ভবিষ্যতের কোন কাজের আগে ইনশাআল্লাহ বলার নির্দেশনা দিয়েছেন:

“ইনশাআল্লাহ বলা ব্যতিরেকে, কোনো জিনিসের ব্যাপারে কখনো একথা বলো না যে, আমি আগামীকাল এ কাজটি করবো৷ যদি ভুলে এমন কথা মুখ থেকে বেরিয়ে যায়, তাহলে সাথে সাথেই নিজের রবকে স্মরণ করো এবং বলো, আশা করা যায়, আমার রব এ ব্যাপারে সত্যের নিকটতর কথার দিকে আমাকে পথ দেখিয়ে দেবেন৷” [সূরা আল-কাহাফ: ২৩-২৪]

ইনশাআল্লাহ বলার মাধ্যমে বান্দার বিনয়, আকুতি এবং আল্লাহ তা’আলার উপর পূর্ণ তাওয়াক্কুল প্রকাশ পায়। ভবিষ্যতের কোনো কাজের ইচ্ছা পোষণের ক্ষেত্রে, আল্লাহর নাম নেয়া থেকে বিরত থাকলে বান্দার ঔদ্ধত্য-অহংকার প্রকাশ পায়। যা তার কাজটাকে বরকতহীন বানিয়ে দেয়। তাই আমাদের উচিত— ভবিষ্যতের যে কোন কাজের আগে ইনশাআল্লাহ বলার অভ্যাস করা এবং আমাদের শিশুকিশোরদের এই কুরআনিক এটিকেটে অভ্যস্ত করে তোলা।

আল্লাহ তা’আলা আমাদের সবাইকে পূর্ণ আস্থা ও অনুভূতির সাথে ‘ইনশাআল্লাহ’ বলার এবং এটাকে আমাদের সবসময়কার অভ্যাসে পরিণত করার তাওফিক দান করুন। আমিন।

জ/১

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর
উম্মাহ নিউজ টুয়েন্টিফোর