টানা ১৪দিন যাবৎ খোঁজ নেই হাসান মোহাম্মদ আরিফের। গত ১৩ই জুন আনুমানিক রাত সাড়ে বারোটায় সাভারের হেমায়েতপুরে তার নিজ বাসা থেকে সিভিল ড্রেসে পুলিশ পরিচয়ধারী চার-পাঁচ জন লোক তাকে তার মোবাইল ও পাসপোর্টসহ হাইছ গাড়ীতে তুলে নিয়ে যায়।
পাসপোর্ট অনুযায়ী, আরিফ ১৭ বছর বয়সী তরুণ। ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমেগুলোতে ইসলামের নানান বিষয়ে লেখালেখি করতেন।
নিখোঁজ আরিফের ভাই মাসুদ রানা জানান, অজ্ঞাতনামা লোকগুলো এতটুকু বলেছে, আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে তারা। তিনদিন বা ছয়দিন পরেই তাকে ছেড়ে দেওয়া হবে।
অথচো আজ ১৩দিন হতে চলেছে কিন্তু নিখোঁজ আরিফের কোনো সন্ধান মেলে নি। স্থানীয় থানাতে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
হাসান মোহাম্মদ আরিফের বিশ্বস্ত বন্ধু নাঈম জানান, আরিফ কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। নাঈম আরোও জানান, আরিফ ইসলামের ইতিহাস বেশ ঘাটাঘাটি করতো এবং এসকল বিষয়ে লেখার চেষ্টা করতো।
আরিফের পরিবারের একটায় দাবি, হাসান মোহাম্মদ আরিফ যদি কোনো ভুল করে থাকে, তবে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। কিন্তু গোপন করে তাকে শাস্তি দেওয়াটা কি যথার্থ হচ্ছে?
আরিফের সন্ধান চেয়ে জনগণকে সোচ্চার হয়ে আওয়াজ তুলতে হবে।
জ/১