এবার কোভিড-১৯ এর থাবা বসাল বি’তর্কি’ত তসলিমার শরীরে। টুইট করে নিজেই জানালেন সে কথা। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় ডিজিটালের। যদিও কোভিড পজিটিভ হয়ে বিস্মিত তসলিমা।
এক বছর ধরে তিনি বাড়ির বাইরে পা রাখেননি। তার ঘরেও আসেননি কেউ।
তা সত্ত্বেও কীভাবে সংক্রমিত হলেন তা নিয়ে উ’দ্বি’গ্ন তসলিমা।
সঙ্গে উল্লেখ করেন তার একমাত্র সঙ্গীর কথা। কে এই সঙ্গী? কী জানাচ্ছেন এই বিতর্কিত নারী? টুইটে তসলিমা বলেন, একা বাড়িতে আমার সঙ্গী কেবল বিড়াল। তারপরও আমি কোভিডে আ’ক্রান্ত। তসলিমা উ’দ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘যদি জানতে পারতাম আমি কীভাবে আ’ক্রান্ত হলাম?’ বাড়ির বাইরে পা না রাখা সত্ত্বেও কিংবা বাইরের কারও সংস্পর্শে না এসেও আ’ক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত নাকি চিকিৎসকরাও।’
প্রসঙ্গত, গত বছর মহামারী শুরুর সময় দিল্লির নিজামুদ্দিনে হওয়া তবলীগ জামাতের সম্মেলনকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছিলেন তসলিমা। তবলীগ জামাতকে নি’ষিদ্ধ করার দাবি তুলেছিলেন বাংলাদেশের বি’তর্কি’ত এই ব্যক্তি। টুইটে তসলিমার দাবি ছিল, 'তবলীগ জামাত একটি ইসলামি কট্টরপন্থীদের আন্দোলন। এটির সঙ্গে জঙ্গীদের সংস্রব রয়েছে'। তাছাড়া বিতর্কিত এই নারী কিছুদিন আগে ইংল্যান্ড ক্রিকেট দলের জনপ্রিয় ও দাপুটে ব্যাটসম্যান মঈন আলীকে নিয়ে টুইট করে বাজেভাবে ব্যক্তিগত আক্রমণ করে। পরে ইংল্যান্ডের জনসাধারণ ও অন্যান্য ক্রিকেটারদের চাপের মুখে টুইট সরিয়ে নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন।
উল্লেখ্য, এর আগে জননিন্দিত এই ব্যক্তি সাকিব আল হাসানের মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযাচিত মন্তব্য করলেও বাংলাদেশের আলেম সমাজ বাদে অন্য কোন পক্ষকে থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি। অথচ ইংল্যান্ড যেভাবে মঈন আলীর সম্মানকে আলিঙ্গন করেছে তা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
তাছাড়া তসলিমার করোনা আক্রান্তের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
জ/১
ট্যাগঃ
জাতীয় জীবন